কমিয়ে দেওয়া হল বুর্জ খলিফার লাইটিং। এবার পুজোয় শ্রীভূমির পুজো নিয়ে আলাদা উন্মাদনা ছড়িয়েছিল। মঙ্গলবার জানা গিয়েছিল, বিমান চলাচলে অসুবিধা হওয়ার জন্য শ্রীভূমির লাইটিং কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শ্রীভূমির তরফ থেকে জানানো হয়েছে, রোজ দর্শনার্থীর সংখ্যা বাড়তেই লাইটিং কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কোনও অভিযোগ আসেনি তাঁদের কাছে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রধান উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "আমরা কোনও অভিযোগ পাইনি। কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়ায় লাইটিং কমিয়ে দেওয়া হয়েছে।" তৃতীয়া থেকেই এই মণ্ডপের লাইটিং দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কিন্তু মঙ্গলবার জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তিনটি আলাদা সংস্থার পাইলট অভিযোগ করেছেন। তার ফলেই অভিযোগ জানানো হয় শ্রীভূমি পুজো কমিটিকে।
এবার প্রথম থেকেই কলকাতার পুজোগুলোর মধ্যে আলোচনায় বুর্জ-খলিফা। ১৪০ ফুট উঁচু এই প্যান্ডেলই গন্তব্য সবার। শ্রীভূমি কর্তৃপক্ষ জানিয়েছে, লাইটিং কমানো নিয়ে তাঁরা কারও কোনও অভিযোগ পাননি।