সল্টলেকে দুয়ারে সরকার প্রকল্পে উপচে পড়ছে ভিড়। লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার থেকেও বেশি ভিড় জমছে জ্যান্ত লক্ষী দেখার।
ভিড়ের মধ্যে দিয়ে উঁকি দিতেই স্পষ্ট হল বিষয়টা। লক্ষীর সাজে হাতে লক্ষীভান্ডার নিয়ে বসে আছেন এক মহিলা।
তাঁর থেকেই হাতে হাতে লক্ষী ভান্ডারের ফর্ম নিচ্ছেন এলাকার বাসিন্দারা। বিধননগর পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডে এইভাবেই দুয়ারে সরকার প্রকল্পে লক্ষ ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি হল।
অভিনব এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর নির্মল দত্ত।