১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। পড়ুয়াদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আধঘণ্টা আগেই শুরু হবে মেট্রো সার্ভিস (Metro Service)। ১৫ নভেম্বর থেকে সকাল সাতটায় চলবে প্রথম মেট্রো। বাড়ানো হল দৈনিক ট্রেনের সংখ্যাও।
বর্তমানে রোজ সকাল সাড়ে সাতটায় মেট্রো পরিষেবা শুরু হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার থেকে উত্তর-দক্ষিণ করিডরের মেট্রোর সূচি পরিবর্তন হবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। তবে রবিবারের পরিষেবা অপরিবর্তিত থাকছে।
সোমবার থেকে রাজ্যে মেট্রো সার্ভিসও বাড়ানো হচ্ছে। আপ ও ডাউনে মোট ২৭২টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। বর্তমানে কলকাতা মেট্রো রোজ ২৬৬টি ট্রেন চলে। লাস্ট মেট্রোর টাইমিং একই থাকছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নটায়। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে নটা ১৮ মিনিটে। মেট্রোতে একই থাকছে কোভিড বিধিও। স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রোতে যাতায়াত করতে হবে যাত্রীদের।