রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-নিউজিল্যান্ড (India v NZ) টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে সতর্ক পুলিশ। যান নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। মেট্রো রেল কর্তৃপক্ষও রাতে ২টি বিশেষ ট্রেন চালাবে।
India v NZ T20: ক্রিকেট ফিরলেও বদলে যাচ্ছে ইডেনের বহু দশকের রীতি, কিন্তু কেন?
রবিবার ম্যাচের জন্য ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। বাড়তি ট্রেন চালাচ্ছে মেট্রো রেল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত ইডেন গার্ডেন্স, ময়দান ও স্ট্র্যান্ড রোড চত্বরে সম্পূর্ণ বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।