আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা।
আর তাই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থার প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রতিটি মেট্রো রেল স্টেশনে স্যানিটাইজেসন যন্ত্র বসানো হয়েছে। প্রতিদিন নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর জীবাণু মুক্ত করা হবে স্টেশনগুলিকে।
চলতি সপ্তাহেই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে । এই বৈঠকের মূল আলোচ্য বিষয় যাত্রী সুরক্ষা। তাছাড়া কিভাবে টোকেন না বিক্রি করে শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারবেন, সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে।