করোনা পরিস্থিতিতে উপনির্বাচনের(By-Poll) পর আরও একটা ভোট রাজ্যে । বৃহস্পতিবারই কলকাতা পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission) । বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation) ভোট হবে ১৯ ডিসেম্বর । পাশাপাশি, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট প্রচারে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে কমিশন ।
কমিশনের তরফে জানানো হয়েছে, সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় জনসভা করা যাবে না । ছোট মিটিংয়ে জোর দেওয়া হয়েছে । বড় মিটিং করতে গেলে তা বড় জায়গায় করতে হবে । পুরো বিষয়টির উপর নজর রাখবেন জেলাশাসক ও পুলিশ । চালু করা হয়েছে ইলেকশন গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম ।
আরও পড়ুন, KMC Election 2021: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট, বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের
বাকি যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে, সেগুলি হল-