সুপার সানডে’তে সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। দ্বিতীয় পর্যায়েও জোড়া জয় দিয়ে মরুশহরে অভিযান শুরু করেছেন ধোনিরা। সিএসকের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই সতর্ক ম্যাকালামের ছেলেরা। সুপার সানডে’তে সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। দ্বিতীয় পর্যায়েও জোড়া জয় দিয়ে মরুশহরে অভিযান শুরু করেছেন ধোনিরা। ৯ ম্যাচে নাইটদের ঝুলিতে ৮ পয়েন্ট। এই পরিস্থিতিতে প্রতিটা ম্যাচই একরকম ডু অর ডাই মর্গ্যানদের কাছে। ধোনিদের বিরুদ্ধে ম্যাচেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছে নাইট টিম ম্যানেজমেন্ট। তবে কেকেআর আর সিএসকে দুই শিবিরকেই চিন্তায় রাখবে মরুশহরের আবহাওয়া। তামপাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আর্দ্রতা ৫৫ শতাংশ। তার ওপর ম্যাচ দুপুরে। শেষ হাসি কে হাসবে, এখন সেটাই দেখার।