বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাক্টিসে নেমে পড়লেন হরভজন সিংহ (Harbhajan Singh), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav)। আইপিএলের প্রস্তুতি সারতে ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই তিনি বিলেত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছেন। কোয়ারেন্টিন শেষ হলেই প্র্যাক্টিসে নেমে পড়বেন কার্তিক।
আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উঠেছেন রিৎজ কার্লটন হোটেলে। যে হোটেলকে পয়মন্ত মনে করেন স্বয়ং শাহরুখ। ২০১২ সালে এই হোটেলে থেকে খেলেই প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।
কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে শুক্রবার সন্ধেবেলা প্রথম নেট সেশন সেরেছেন ক্রিকেটারেরা। হরভজন সিংহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা প্র্যাক্টিস করেন।