সোনালি পর্দায় সাফল্যের পর কি এবার বাস্তব জীবনেও গাঁটছড়া? 'শেরশাহ'-তে (Shershah) সাফল্যের পর সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আদবানি (Kiara Advani) কি ভাবছেন? নতুন সুপারহিট জুটিকে নিয়ে জল্পনা বি-টাউনে।
সম্প্রতি অ্যামাজন প্রাইমে (Amazon Prime) সর্বাধিক দেখা ছবি নির্বাচিত হয়েছে 'শেরশাহ'। বিক্রম ভাত্রার (Vikram Vatra) বায়োপিকে সিদ্ধার্থ ও কিয়ারার স্ক্রিন কেমিষ্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের। ছবিতে তাঁদের কিসিং সিন (Kissing Scene) নিয়েও চলছে চর্চা। তারপরই সিদ্ধার্থকে এই ধরনের প্রশ্নের সামনে পড়তে দেখা গিয়েছে। টেলিভিশনে কপিল শর্মার (Kapil Sharma) এক এপিসোডে সিদ্ধার্থকে বিয়ে প্ল্যান নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে ধোঁয়াশা রেখে তিনি বলেন, আমি জ্যোতিষ নই। কার সঙ্গে বিয়ে করব, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন বিয়ে হবে, আমি সবাইকে জানাব।
সত্তরের এক সিক্রেট মিশন নিয়ে আগামী ছবি সিদ্ধার্থ মালহোত্রার। নাম, "মিশন মঞ্জু" (Mission Manju)। এই ছবিতে আসছেন নতুন নায়িকা রেশ্মিকা মান্দানা। এদিকে 'ভুলভুলাইয়া-২' (Bhulbhulaiya 2), 'যুগ যুগ জিও'-র মতো ভালো ছবি আছে কিয়ারার ঝুলিতেও। স্ক্রিন কেমিষ্ট্রি থেকে সিদ্ধার্থ-কিয়ারার জীবনের চাকা গড়ায় কিনা, সেটাই এখন দেখার।