নিউজিল্যান্ড(New Zealand) টেস্ট সিরিজের প্রথম দিনেই ভারতের প্রধান উদ্ধারকর্তা হয়ে উঠলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । অভিষেকের প্রথম দিনে হাফ সেঞ্চুরি করলেন তিনি । বুঝিয়ে দিলেন আপাতত টেস্ট টিমে থেকে যাবেন । প্রথম দিনের শেষে ভারতের(India) রান চার উইকেটে ২৫৮ ।
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন ময়াঙ্ক আগারওয়াল(Mayank Agarwal) । বৃহস্পতিবার কানপুর টেস্টে টসে জিতে রাহানে ব্যাটিং নিলেও শুরুটা ভালো করতে পারেনি ইন্ডিয়া । শুভমন প্রাথমিক অস্বস্তি কাটিয়ে উঠলেও কাটাতে পারেননি ময়াঙ্ক । লাঞ্চ ব্রেকের পরেই ভারতের চাপ বেড়ে যায় আচমকা ।
আরও পড়ুন, ICC T20 Batters Ranking: আইসিসি T20 ব্যাটার্স র্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি
১৫০ রানের আগে ৪ উইকেট পড়ে যাওয়ায় তখন বেশ চাপে ভারত । লোয়ার মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার-রবীন্দ্র জাদেজা জুটি । এরাই ভারতকে খাদের কিনার থেকে উদ্ধার করল । ৯৪ বলে ৫০ রান করলেন শ্রেয়স । দিনের একেবারে শেষ লগ্নে এসে হাফ সেঞ্চুরি করলেন জাদেজাও । টেস্টে এটি তাঁর ১৭ তম হাফ সেঞ্চুরি ।