জ্বর না কমায় এইমসে ভর্তি করা হল রাজ্যপাল জগদীপ ধানকড়কে (Jagdeep Dhankar)। সোমবার বিকেলে তাঁকে নয়াদিল্লির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ম্যালেরিয়া আক্রান্ত হন তিনি।
রাজ্যপাল ধানকড়কে এইমসের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর মেডিকেল টিমে আছেন ডক্টর নীরজ নিশ্চল ও তাঁর টিম। সোমবার সকালেও তাঁর জ্বর না কমায় ধানকড়কে তড়িঘড়ি দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে এইমসে ভর্তি করা হয় তাঁকে।
পুজোর পর দুই সপ্তাহ দার্জিলিং সফরে যান রাজ্যপাল। সেখানেই জ্বর আসে তাঁর। রক্তপরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা পড়ে।