মঙ্গলবার আইপিএল(IPL)-এর ৮টি ফ্র্যাঞ্চাইজিই তাদের খেলোয়াড়দের রিটেনশন তালিকা প্রকাশ করল। মোট ২৭ জন খেলোয়াড় গত বছর যে যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, এই বছরও সেই দলগুলির হয়েই খেলবেন। তাঁদের নিলামে তোলা হবে না। এই তালিকায় রয়েছে কিছু চমকও।
আরসিবি (RCB) তাদের তালিকায় রেখেছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) এবং মহম্মদ সিরাজকে (৭ কোটি) । প্রসঙ্গত, ১৭ কোটি টাকা থেকে বেশ খানিকটা কমে বিরাটের দর হয়েছে ১৫ কোটি টাকা।
৫ বারের আইপিএল (IPL) জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স (MI) ১৬ কোটি টাকা দিয়ে রেখে দিচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। সঙ্গে থাকছেন যশপ্রীত বুমরাহ (১২ কোটি) , সুর্যকুমার যাদব (৮ কোটি) এবং কায়রন পোলার্ড (৬ কোটি)। তালিকায় নেই হার্দিক পান্ডিয়া ও ঈশান কিষানের নাম।
মাত্র ২ জন খেলোয়াড়কে রাখছে পাঞ্জাব কিংস (PK)। ময়াঙ্ক আগরওয়াল (১২ কোটি) এবং আর্শদীপ সিংহ(৪ কোটি)। মেগা নিলামে যেতে চাওয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে অধিনায়ক কে এল রাহুলকে(K L Rahul)।
কেকেআর (KKR) আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং সুনীল নারিন (৬ কোটি) বাদে বাকি সবাইকেই ছেড়ে দিচ্ছে। কেকেআর ছেড়ে দিচ্ছে শুভমান গিলকেও (Shubhman Gill)।
দিল্লি ক্যাপিটালস (DC) ছেড়ে দিচ্ছে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিনদের।