পর পর তিনটি ম্যাচ জিতে স্বপ্নের ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার দিল্লি ক্যাপিটালসকে (DC) হারিয়ে ফাইনালে যেতে মরিয়া ইওন মর্গ্যানের দল।
মহাষ্টমীর মহালগ্নে শারজায় মুখোমুখি হবে দিল্লি এবং কলকাতা। সোমবার এই মাঠেই বিরাট কোহলির বেঙ্গালুরুকে চূর্ণ করেছে নাইট বাহিনী৷ টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। অন্যদিকে দিল্লির সময়টা খারাপ যাচ্ছে। হারতে হয়েছে পর পর দুটি ম্যাচ।
Team India New Coach: রবি শাস্ত্রীর পরে কে? দুই কিংবদন্তির নাম ভাসছে! দ্রুত সিদ্ধান্ত নেবে BCCI
সুনীল নারাইন, শাকিল আল হাসান, বরুণ চক্রবর্তীর স্পিন কী করে সামলান দিল্লির ব্যাটাররা, সেদিকে নজর থাকবে।