T20 সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand) পাঁচ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৬৫ রানের টার্গেট তাড়া করে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল টিম ইন্ডিয়া (Team India)।
রান তাড়া করতে নেমে প্রথমে কে এল রাহুলের উইকেট হারায় ভারত। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের বড় রানের পার্টনারশিপে টিমের আত্মবিশ্বাস বাড়ে। ৪৮ রান করে আউট হন রোহিত। ৪০ বলে ৬২ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বুধবার প্রথম মাঠে নামে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে সুযোগ পায় ছয় নতুন মুখ। শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার। এদিন ভারতের হয়ে অভিষেক করেন ভেঙ্কটেশ আয়ার (Venkatesh Iyer)।
আরও পড়ুন : T20 সিরিজে খেলছেন না কেন উইলিয়ামসন, রোহিতদের বিরুদ্ধে অধিনায়ক সাউদি
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। প্রথম বলেই ফেরেন ওপেনার ড্যারিল মিচেল। কিন্তু ৪২ বলে ৭০ রান করেন অন্য ওপেনার মার্টিন গুপ্তিল। ৬৩ রান করেন কিউয়ি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। দ্বিতীয় উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার।