ভারত(India) এবং দক্ষিণ আফ্রিকার(South Africa) টেস্ট এবং একদিনের(ODI) সিরিজের সব ম্যাচ দর্শকশূন্য মাঠেই খেলা হবে। কোভিডের(Covid19) নতুন প্রজাতি ওমিক্রনের(Omicron) উত্থানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড(South Africa Cricket Board) ভারত-দক্ষিণ আফ্রিকার(South Africa) টেস্ট এবং একদিনের(ODI) সিরিজের যাবতীয় ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড(South Africa Cricket Board) এক বিবৃতিতে জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান কোভিড(Covid19) অতিমারীর জেরে ভারত(India) বনাম দক্ষিণ আফ্রিকা(South Africa) সিরিজের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, কোভিড ঝুঁকির কারণ হতে পারে এমন কোনো কিছুই করতে দেওয়া হবে না ক্রিকেটারদের। সমস্ত ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের বায়ো বাবলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানের নতুন কোচ হলেন জুয়ান ফেনার্ন্দো
উল্লেখযোগ্যভাবে দেশে কোভিড(Covid19) অতিমারী বেড়ে যাওয়ার পরেও ভারতের(India) দক্ষিণ আফ্রিকা সফর যথেষ্টই টানাপোড়েনের মধ্যে ছিল। কিন্তু দুই দেশের বোর্ড একত্রিত হয়ে এক নতুন সময়সূচির মধ্য দিয়ে এই সফরকে এগিয়ে নিয়ে গেছে।