ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জাঁকিয়ে বসেছে নিউজিল্যান্ড (India v NZ)। কিউয়িদের ওপেনিং জুটি ভাঙতে পারেননি ভারতীয়রা।
অভিষেক ম্যাচে শ্রেয়স আইয়ারেরর শতরানের উচ্ছ্বাস ঢেকে দিল কিউয়ি টপ অর্ডার। ভারত (Team India) ৩৪৫ রানে অল আউট হওয়ার পরেও আশা ছিল রবিচন্দ্রন অশ্বিনদের উপর। কানপুরের মন্থর পিচে স্পিনের জাদুতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান।
Shreyas Ayer Century: কানপুরে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শ্রেয়স আয়ার
প্রায় দুটো সেশন ব্যাট করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম এবং উইল ইয়ং। দুই ব্যাটার অর্ধশতরান করে ফেলেছেন। অশ্বিনের ১৭ ওভার, রবীন্দ্র জাডেজার ১৪ ওভার এবং অক্ষর পটেলের ১০ ওভার খেলে ফেলেছেন। রক্ষণ সামলে ভারতীয় স্পিনারদের নির্বিষ করে দিলেন লাথামরা।