ভারত বনাম ইংল্যান্ডের স্থগিত হয়ে যাওয়া পঞ্চম টেস্ট আবারও পিছিয়ে গেল। কোভিড সংক্রান্ত কারণে বিরাট কোহলিদের গত ইংল্যান্ড সফরের শেষ টেস্টটি স্থগিত করা হয়। আগামী ১ জুলাই, ২০২২ থেকে সেটি ফের হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে। সেটি আরো পরে খেলা হবে।
পরের বছরের জুলাই মাসে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি ২০ সিরিজ খেলবে। সীমিত ওভারের খেলা পূর্বনির্ধারিত সূচির ৬ দিন পর শুরু হবে। ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি২০ এবং ওডিআই সিরিজের পর টেস্টটি খেলা হবে৷ এই নিয়ে বিসিসিআই-এর সঙ্গে ঐক্যমতে পৌঁছনো গিয়েছে।
Sourav's reacts: বিস্মিত সৌরভ জানালেন তাঁর অনুভূতির কথা, কতটা অবাক হয়েছিলেন বিরাটের এই সিদ্ধান্তে
উল্লেখ্য, ৫ ম্যাচের সিরিজে ৪টি ম্যাচের পর ভারত ২-১ ফলে এগিয়ে ছিল।