বিপুল ধ্বস জিডিপিতে, খাতায় কলমে আর্থিক মন্দা শুরু ভারতে

Updated : Aug 31, 2020 22:07
|
Editorji News Desk

খাতায় কলমে রিসেশন শুরু হল ভারতীয় অর্থনীতিতে। সোমবার প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপিতে ২৩.৯% ধ্বস নেমেছে।

করোনা আবহে গত কয়েক মাস ধরেই টালমাটাল ছিল ভারতীয় অর্থনীতি। লকডাউন এবং অতিমারীর জেরে ব্যবসাবাণিজ্যে বিপুল মন্দার পাশাপাশি বাজারের চাহিদারও বিপুল হ্রাস ঘটেছিল।

ন্যাশনাল স্ট্যাটেসটিক্যাল অফিস জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে এই হিসাব রাখা হচ্ছে। এই প্রথম দেশের আর্থিক বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে গেল। চলতি অর্থবর্ষের মতো পরিস্থিতি আগে কখনও হয়নি।

গত ত্রৈমাসিকেও বৃদ্ধির হার ছিল মাত্র ৩.১ শতাংশ। যা গত ৮ বছরে সর্বনিম্ম। কিন্তু এ-বারের পরিসংখ্যান সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল।

চলতি ত্রৈমাসিকে ভারতে জিডিপি ধ্বসের হার জি-২০ দেশগুলির মধ্যে সর্বোচ্চ। এর আগের ত্রৈমাসিকে গ্রেট ব্রিটেন ছিল এই স্থানে। এবার তাকে টপকে গেল ভারত।

Recommended For You