দেশে আবার বাড়ছে করোনা(Corona) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭১ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ২৪ হাজার ৯৬৩ জন।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ২২১। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হার ক্রমেই বাড়ছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৬ শতাংশ।
দেশে এখনও পর্যন্ত কোভিডে(Covid) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১ জন।