৩ ডিসেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) দ্বিতীয় তথা শেষ টেস্ট (2nd test)। তার আগেই মঙ্গলবার মুম্বাইতে (Mumbai) পৌঁছে গেল দুই দল।
দুটি দলই কানপুর থেকে চার্টার্ড বিমানে এসে পৌঁছয় মুম্বাই। ভারত ও নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস প্রথম টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) জানিয়ে দিয়েছে, কোভিডবিধির (Covid rule) জন্য স্টেডিয়ামের মোট দর্শকাসনের মাত্র ২৫ শতাংশ ভর্তি থাকবে।
২০১৬ সালের ভারত বনাম ইংল্যান্ডের টেস্টের পর ৫ বছর বাদে ফের টেস্ট ক্রিকেট আয়োজিত হচ্ছে ওয়াংখেড়েতে।