আজাজ প্যাটেল (Ajaz Patel) ১০ উইকেট নিলেন বটে, কিন্তু ভারতীয় বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড দল। কিউয়ি ব্যাটাররা প্রথম ইনিংসে তুললেন মাত্র ৬২ রান। ফলে মুম্বই টেস্টে (Mumbai Test) ভারতের (Team India) জয় এখন কার্যত সময়ের অপেক্ষা।
ভারতের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড শেষ হয়ে গেল মাত্র ৬২ রানে। কিন্তু কিউয়িদের ফলো অন করালেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত তুলেছে বিনা উইকেটে ৬৯ রান।
Ajaz Patel: নিজে মুম্বইকর, জন্মশহরেই ইতিহাসের অংশ হলেন নিউজিল্যান্ডের আজাজ
ক্রিজে রীতিমতো জাঁকিয়ে বসেছেন দুই ওপেনার চেতেশ্বর পুজারা এবং মায়াঙ্ক আগরওয়াল। পুজারা ২৯ এবং মায়াঙ্ক ৩৮ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৩৩২ রানের।