TMC: 'নির্দল কাঁটা' সরাতে স্পষ্ট হুঁশিয়ারি দেবাশিষ কুমারের, শুক্রবারের মধ্যে প্রত্যাহার করতে হবে মনোনয়ন

Updated : Dec 02, 2021 14:55
|
Editorji News Desk

তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছিল নির্দল প্রার্থীরা(Independent candidates) মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও কোনও নির্দল প্রার্থীই মনোনয়ন প্রত্যাহারে সম্মত হননি বলেই জানা গেছে।

কলকাতা পুরভোটে(KMC Election 2021) ভবানীপুর(Bhawanipore) বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭২ এবং ৭৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং রতন মালাকার(Ratan Malakar)। ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন তনিমা চট্টোপাধ্যায়।

বুধবার শেষ হয়েছে কলকাতা পুরভোটের(KMC Election 2021) মনোনয়নপত্র দাখিলের কাজ। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। বুধবার মনোনয়ন দাখিল করেছেন রতন মালাকার(Ratan Malakar) ও তনিমা চট্টোপাধ্যায়। যার প্রেক্ষিতে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল(TMC) সভাপতি দেবাশিস কুমার(Debasish Kumar) স্পষ্ট জানান, শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও নির্দলরা(Independent candidates) মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

একদা মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ সচিদানন্দ বন্দোপাধ্যায় ২০১৫ সালের পুরভোটে বিজেপির(BJP) অসীম বসুর কাছে হারার পর থেকেই দলে তাঁর গুরুত্ব কমে। এরপর অসীম বসু তৃণমূলে(TMC) যোগ দিতেই কোন্দল প্রকাশ্যে আসে। এবার সেই সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন সুব্রত বক্সীর(Subrata Bakshi) ভাই সন্দীপরঞ্জন বক্সীর বিরুদ্ধে।

আরও পড়ুন- Mamata Banerjee: শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ অভিনেত্রী স্বরা ভাস্করের

অন্যদিকে টানা ২০ বছরের কাউন্সিলর রতন মালাকারকে এবার তৃণমূল(TMC) টিকিট না দেওয়ায় তিনিও নির্দল হিসেবে কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের ওয়ার্ড থেকেই মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি সুব্রত মখোপাধ্যায়ের(Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েও ফিরিয়ে নেয় তৃণমূল(TMC)। পরবর্তীতে তিনিও তাই নির্দল হিসেবেই পুরভোটে লড়াইয়ে নামেন।

DEBASISH KUMARKMC Election 2021TMCindependent candidate

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট