এক দশকের ক্রীড়াসূচি ঘোষণা করল আইসিসি (ICC)। ২০৩০ পর্যন্ত ১২টি দেশে আটটি বড় টুর্নামেন্টের ঘোষণা।
২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে (Olympics) নতুন খেলা হিসেবে থাকবে ক্রিকেট। সেই কথা মাথায় রেখে ২০২৪ T20 বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে আমেরিকা (America) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ২০২৫ সালে দীর্ঘকাল পর ফিরছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আয়োজক দেশ পাকিস্তান। ২০২৯ সালে ভারতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০২৬ T20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়া। ২০২৮ T20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০৩০ T20 বিশ্বকাপের দায়িত্বে থাকবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।