প্লে-অফে যাওয়ার আর কোনও আশা নেই। তবুও রাজস্থান রয়ালস-কে সাত উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে ছ’টি ম্যাচ হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন করে ফেলল সঞ্জু স্যামসনের দল। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সঞ্জু। এভিন লুইস দ্রুত আউট হলেও সঞ্জুর ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোতে থাকে রাজস্থান। যশস্বী জয়সওয়াল ২৩ বলে ৩৬ করে আউট হন। এরপর মহিপালকে সঙ্গে নিয়ে ৮২ রানের ইনিংস খেলে আউট হন সঞ্জু। ফলে ৫ উইকেটে ১৬৪ রান তোলে রাজস্থান।
জবাবে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ১৮ রান করে আউট হন। ৬০ রান করে আউট হন জেসন রয়। কেন উইলিয়ামসন ৪১ বলে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তরুণ অভিষেক শর্মা অপরাজিত থাকেন ২১ রানে।
তবে এই ম্যাচ জিতলেও ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষেই থাকল হায়দরাবাদ। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রাজস্থান।