Hardik Pandya: মুম্বাই বিমানবন্দরে বাজেয়াপ্ত হার্দিকের বহুমূল্য ঘড়ি, হার্দিকের দাবি ঘড়ির দাম ১.৫ কোটি

Updated : Nov 16, 2021 12:39
|
Editorji News Desk

এবার কাস্টমসের জালে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। T20 বিশ্বকাপ খেলে দেশে ফেরার সময় সোমবার মুম্বাই বিমানবন্দরে(Mumbai Airport) তাঁকে আটকান কাস্টমসের আধিকারিকরা (Customs Officers)। 

তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বহুমূল্য ঘড়ি। এই ঘড়িদুটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি(5 crore)। শুধু তাই নয়, এমন বহুমূল্য ঘড়িদু'টির কোনও রশিদ পান্ডিয়ার কাছে ছিল না। এমনকী তিনি আগে থেকে ঘড়ি দু'টির কথা উল্লেখও করেননি বলে জানা গেছে। তবে হার্দিক পান্ডিয়ার দাবি, ঐ ঘড়িদুটির মূল্য ৫ কোটি নয়, ১.৫ কোটি(1.5 crore) টাকা।

দামি ঘড়ির প্রতি হার্দিকের(Hardik Pandya) শখের কথা সকলেরই জানা। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনাও পেশ করেছেন। হার্দিক বিশ্বের সবচেয়ে দামী কিছু ঘড়ির মালিক এবং এমনকী তাঁর কাছে থাকা বেশকিছু ঘড়ির দাম ৫ কোটি(5 crore) টাকারও বেশি।

যদিও ট্যুইটারে হার্দিক পান্ডিয়া দাবি করেছেন, দুবাই(Dubai) থেকে তিনি বৈধভাবেই প্রতিটি জিনিস কিনেছেন। তিনি এও জানিয়েছেন যে, যত টাকাই লাগুক, তা দিতেও তিনি প্রস্তুত ছিলেন। হার্দিকের দাবি, ঐ ঘড়িদুটির মূল্য ৫ কোটি নয়, ১.৫ কোটি টাকা। কিন্তু সোশ্যাল মিডিয়ায়(Social Media) গুজব ছড়ানো হচ্ছে তাঁর ঐ ঘড়ি নিয়ে। তিনি আরও বলেন যে, তিনি ভারতের একজন দায়িত্বশীল নাগরিক এবং সমস্ত সরকারি সংস্থাকে তিনি শ্রদ্ধা করেন বলেও ট্যুইটে লেখেন তিনি।  

India vs New Zealand: ইডেনে ফিরছে ক্রিকেট, সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হল অনলাইনে

গতবছর হার্দিকের বড় ভাই ক্রুনাল পান্ডিয়াকেও(Krunal Pandya) দুবাই থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে(Mumbai Airport) কয়েকঘন্টার জন্য আটক করা হয়েছিল। তাঁর কাছেও বেশকিছু সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিসসহ কিছু বহুমূল্য ঘড়ি পাওয়া যায়।

Hardik PandyaKrunal Pandya

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও