৩৭ বছরে পা দিলেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উইকেটকিপার তিনি। জাতীয় দলের হয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। বহুবার তাঁর চওড়া ব্যাটে ভর করে ম্যাচ বের করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে জাতীয় দলের হয়ে যতখানি সুযোগ পাওয়া উচিত ছিল, তা তিনি পাননি বলে মত অনেকের।
T20 World Cup, Full Highlights: বিশ্বসেরা ক্যারিবিয়ানদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের
ঋদ্ধিমানের মানের উইকেটরক্ষক দেশে এই মুহূর্তে আর নেই বলে মত অনেক বিশেষজ্ঞের৷ তবে ব্যাট হাতে অনেক সময় ভাল পারফর্ম করতে পারেননি তিনি৷ কিন্তু টেকনিক্যালি পারফেক্ট হয়েও দেশের হয়ে উইকেটের পিছনে খুব বেশি সুযোগ পাননি তিনি। বরং অনেক বেশি সুযোগ পেয়েছেন আইপিএলে।