বেঞ্জিমা ও এমবাপের গোলে রবিবার স্যান সিওরোতে প্রথমবার উয়েফা ন্যাশনস কাপ জিতল ফ্রান্স। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ স্পেনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লে ব্লেউ ব্রিগেড।
সেমিফাইনালে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় পেয়েছিল ফ্রান্স। তবে ফাইনালে ফ্রান্সকে প্রথমার্ধ পর্যন্ত আটকে রেখেছিল স্পেন। টিমের প্রধান স্ট্রাইকার বেঞ্জিমা ও এমবাপের পায়ে কোনও বলই পৌঁছতে দেননি স্প্যানিশ ডিফেন্ডাররা। কিন্তু ৬৪ মিনিটে প্রথম ব্রেক থ্রু পায় ফ্রান্স। তারপর থেকেই ভেঙে যায় স্পেনের ডিফেন্স স্ট্র্যাটেজি। গোলকিপার হুগো লরিসের থ্রু পাস থেকেই খেলা ঘুরতে থাকে ফ্রান্সের দিকে।
বেলজিয়ামের ম্যাচেও দুই গোলে পিছিয়ে থেকেও জয় পায় ফ্রান্স। সেদিন টিমের স্ট্র্যাটেজি ছিল প্রথমার্ধে প্রতিপক্ষের ডিফেন্সের মনোবল ভাঙা ও দ্বিতীয়ার্ধে পরপর আক্রমণ। রবিবার স্য়ান সিওরোতে ঠিক একই স্ট্র্যাটেজি ব্যবহার করলেন দিদিয়ের দেশচ্যাম্পের ফ্রান্স। স্পেন ম্যাচে ৮০ মিনিটে দ্বিতীয় গোল আসে এমবাপের শট থেকে। প্রথমবার উয়েফা ন্যাশনস কাপ জিতে নেয় লা রোজা।