আইপিএল খেলতে আবু ধাবিতে উড়ে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের একঝাঁক খেলোয়াড়। আইসোলেশন পর্ব মেটার পর পুরোদমে শুরু হয়েছে অনুশীলন। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহির প্রবল গরমে সমস্যায় পড়ছেন নাইটরা।
এই মূহুর্তে আবু ধাবির তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। সঙ্গে অতিরিক্ত কম আর্দ্রতা। এই দু'য়ের মিশেলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন কুলদীপ যাদব, শিবম মাভিরা। কিছুক্ষণ প্র্যাকটিশ করার পরই বিশ্রাম নিতে হচ্ছে তাঁদের।
কেকেআরের ওয়েবসাইটে বেশ কিছু ছবি আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাথায় ভেজা রুমাল দিয়ে রোদের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন কুলদীপ। কিছুক্ষণ বল করার পর ক্লান্ত হয়ে পড়েছপন পেসার শিবম। কেকেআর সূত্রের খবর, গরম থেকে বাঁচতে খেলোয়াড়দের নিয়মিত আইস বাথ দেওয়া হচ্ছে।
গরমে নাজেহাল হয়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এতদিন বিশ্রামের পর এত গরমে অনুশীলন! মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁদের৷ তাই একটানা অনুশীলন করছেন না মুম্বই তারকারা।