ইউরোর নকআউট পর্বে ২-০ গোলে জার্মানিকে হারাল ইংল্যান্ড।৭৫ মিনিটে গোল করেন স্টারলিং। বাঁ দিক থেকে লুক শ সেন্টারে এই পর্বের তাঁর তিন নম্বর গোল করেন স্টারলিং।প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলে ঘরের মাঠে খেলা ইংল্যান্ড। স্টারলিংয়ের পায়ের জাদুতে কেঁপে গিয়েছে জার্মান ডিফেন্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ করতে থাকে জার্মানি। কাই হাভাৎসের বাঁ পায়ের ভলি দারুণ দক্ষতায় বাঁচান পিকফোর্ড। বারবার আক্রমণ করলেও গোল করতে পারেনি জার্মানি।৮৬ মিনিটে ফের গোল পায় ইংল্যান্ড।গ্রেলিশের ক্রস থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন ।