অ্যাসেজের (Ashes) আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। জানা গেছে, প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জেমস অ্য়ান্ডারসনকে (James Anderson)। সতীর্থ জোস বাটলার একথা জানান। এখনও অ্য়ান্ডারসনকে নিয়ে কিছু জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বুধবার থেকে গাব্বায় (Gabba) শুরু হচ্ছে অ্যাসেজের প্রথম টেস্ট। সোমবার ট্রেনিংয়ে দেখা গিয়েছে অ্যান্ডারসনকে। জানা গিয়েছে কাফ মাসলে চোট আছে অ্য়ান্ডারসনের। অ্যান্ডারসনের সতীর্থ জোস বাটলার (Jose Buttler) বলেন, "অ্য়ান্ডারসন ফিট আছেন। প্রথম টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।" কনুইয়ে চোট পেয়ে টিমে নেই জোফরা আর্চারও।
২০১৯ সালেও চোট পেয়ে টিম থেকে বাদ পড়েছিলেন জেমন অ্য়ান্ডারসন। অ্যাসেজে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি তিনি।