২৯ জানুয়ারি আইএসএলে (ISL) ফের কলকাতা ডার্বি (Kolkata Derby)। ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা। মঙ্গলবারই দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করেছে আইএসএল কর্তৃপক্ষ।
আইএসএলের প্রথম পর্বে এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) ৩-০ গোলে হারায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডার্বি জিতলেও পরপর হারতে হয়েছে টিমকে। পদত্যাগ করেছেন কোচ অ্যান্তেনিও হাবাস (Antenio Habas)। পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে টিম। এবার লিগে ইস্টবেঙ্গলের অবস্থাও ভালো নয়। এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি লাল-হলুদ। পয়েন্ট টেবিলে সবার শেষে ১১ নম্বরে আছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: আইএসএলে আজ কলকাতা ডার্বি, বাঙালির দু'ভাগ হওয়ার ম্যাচ
আইএসএলের প্রথম পর্বে পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের পরেই আছেন জামশেদপুর এফসি ও হায়দরাবাদ এফসি। চার নম্বরে আছে দুবার আইএসএল জয়ী টিম চেন্নাইয়িন এফসি।