প্রথমার্ধে এগিয়ে গিয়েও জামশেদপুর এফসিকে হারাতে পারল না এসসি ইস্টবেঙ্গল। ড্র দিয়েই ISL অভিযান শুরু করল শতাব্দী প্রাচীন লাল হলুদ।
জামশেদপুর এফসির বিরুদ্ধে ISL প্রথম ম্যাচে ভালো শুরু করেছিল এসসি ইস্টবেঙ্গল। ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ফ্রাঞ্জোর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু তারপর থেকে ক্রমশ চাপ বাড়াতে থাকে জামশেদপুর। প্রথমার্ধের অন্তিম লগ্নে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুলে গোল শোধ করে দেয় জামশেদপুরের খেলোয়াড় হার্টলে।
দ্বিতীয়ার্ধে দু'টি দলই গোলের সুযোগ পেয়েছিল। একটু জন্য বাইরে যায় জ্যাকিচাঁদ সিংয়ের শট। প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলে নজর কাড়লেন ইস্টবেঙ্গলের আন্তোনিও পেরিসেভিচ। ম্যাচের সেরা হলেন তিনি।
কলকাতার দুই প্রধানের পরের ম্যাচই ডার্বি। ২৭ নভেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। তার আগে মাঝমাঠ নিয়ে চিন্তা রয়েই গেল লাল হলুদের।