প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল কর্মীদের (TMC) কাছে 'খেলা হবে' স্লোগান শুনলেন বিজেপি নেতা দিলীপ। সঙ্গে সঙ্গে তাঁর পাল্টা জবাব, "খেলা তো হবেই, তবে ত্রিপুরা কাপ"।
দিলীপ নিউটাউনে প্রতিদিন প্রাতঃভ্রমণ করেন। শনিবার স্থানীয় যুব তৃণমূল নেতা আফতাব উদ্দিনের নেতৃত্বে জনা চল্লিশ যুবক প্রাতঃভ্রমণ করতে আসেন। তাঁদের পরনে ছিল 'খেলা হবে' লেখা টি-শার্ট।
Mamata Banerjee: কৃষকদের পাশে 'কবি' মমতা বন্দ্যোপাধ্যায়, লিখলেন নতুন কবিতা
দিলীপ দেখে তাঁরা প্রথম 'সুপ্রভাত' বলেন। এরপরেই বলেন, " দাদা, খেলা হবে"। সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দেন দিলীপ। তবে সবটাই সৌজন্যের আবহে।