সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় পেল দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করে ম্যাচ জিতল তারা।
বুধবার হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল দিল্লি। লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলেন ঋষভ পন্থরা।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৪ রান করে হায়দরবাদ। জবাবে ব্যাট করতে নেমে পৃথ্বী শ-কে শুরুতেই হারায় দিল্লি। কিন্তু ধাওয়ান এবং শ্রেয়স ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ৩৭ বলে ৪২ রান করেন ধাওয়ান। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান শ্রেয়াস এবং পন্থ। শ্রেয়াস অপরাজিত থাকেন ৪৭ রানে। ছয় মেরে ম্যাচ জেতান তিনি।