কসবায় ভুয়ো টিকাকরণ কেন্দ্রের অন্যতম পাণ্ডা দেবাঞ্জন দেবের বিরুদ্ধে ফের নয়া প্রতারণার অভিযোগ। পুলিশের দাবি, স্টকিস্টদের কাছ থেকে বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক কিনলেও তাঁদের বকেয়া টাকা মেটায়নি দেবাঞ্জন। দেবাঞ্জনের বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ ছিল। এ বার এই নতুন অভিযোগে সোমবার তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি কেস দায়ের করা হয়েছে।
পুলিশের কাছে অভিযোগ, স্টকিস্টদের কাছ থেকে মোট ১ কোটি ২ লক্ষ টাকার হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক কিনলেও তাঁদের সে টাকা দেয়নি দেবাঞ্জন। তবে এই বিপুল পরিমাণ স্যানিটাইজার, মাস্ক স্টকিস্টরা কেন দেবাঞ্জনকে দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।