প্রয়াত হলেন দেশের অন্যতম শ্রদ্ধেয় ক্রিকেট কোচ তারক সিনহা। দিল্লির বাসিন্দা এই ক্রিকেট সাধকের প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রিকেট মহল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভি ভি এস লক্ষণ, আকাশ চোপড়া, বীরেন্দ্র শেহবাগরা।
মৃত্যুকালে তারক সিনহার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে লাং ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তারক সিনহার হাত ধরে ভারতের জাতীয় ক্রিকেট দল একঝাঁক টেস্ট ক্রিকেটারকে পেয়েছে।
দিল্লির বিখ্যাত সনেট ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তারক সিনহা। জাতীয় দলের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের বহু তারকাও তাঁর হাত ধরে উঠে এসেছেন।