কবে মুক্তি মিলবে করোনা থেকে? কী বলল WHO

Updated : Aug 31, 2020 18:01
|
Editorji News Desk

কোভিড-১৯ ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। মাসের পর মাস কেটে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আরও কতদিন চলবে এই অবস্থা? কবে মুক্তি মিলবে করোনার আতঙ্কের হাত থেকে? এই বিষয়ে এবার মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান। তিনি জানিয়েছেন, স্প্যানিশ ফ্লু থেকে মুক্তি পেতে যে সময় লেগেছিল, তার চেয়ে অনেক কম সময়ই মিলবে করোনা থেকে মুক্তি।

 হু জানিয়েছে, এখনই করোনামুক্ত পৃথিবী সম্ভব নয়। তবে আগামী দু'বছরের মধ্যে অবশ্যই বিদায় নেবে এই অতিমারী। স্প্যানিশ ফ্লুয়ের সময় যত প্রাণহানি হয়েছিল, উন্নত চিকিৎসা বিজ্ঞানের কারণে তার চেয়ে অনেক কম ক্ষয়ক্ষতি হবে করোনাভাইরাসে। এখনও পর্যন্ত বিশ্বে করোনায় মারা গিয়েছেন ৪ লক্ষ মানুষ। কিন্তু স্প্যানিশ ফ্লুয়ে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৫ কোটি।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভ্যাকসিন এলেই ক্রমশ কাটবে করোনার আতঙ্ক। এক সময় দুর্বল হয়ে পড়বে কোভিড-১৯ ভাইরাসটি। তারপর সম্ভবত ঋতুভিত্তিক হয়ে পড়বে করোনা। ঠিক যেমন হয়েছে স্প্যানিশ ফ্লু। তবে আপাতত বছর দেড়েক বিশ্ববাসীর সামনে কঠিন লড়াই। তারপর হয়তো আসতে চলেছে মুক্তি।

Recommended For You