কোমর্বিডিটি থাকা শিশুদের করোনা টিকাকরণ শুরু হবে, আগামী মাসেই, ওমিক্রন নিয়ে বাড়তে থাকা আতঙ্কের আবহে কিছুটা স্বস্তির খবর দিলেন ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডঃ এনকে অরোরা।
বাকি শিশুদের টিকাকরণ, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ডঃ অরোরা।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "পূর্ণবয়স্কদের মতোই, ৪৪ কোটি শিশুর মধ্যে কো-মর্বিড শিশুদের তালিকা তৈরি করা হচ্ছে, তার ভিত্তিতে টিকাকরণে কিছু সংখ্যক শিশুকে অগ্রাধিকার দেওয়া হবে"।
জাইডাস ক্যাডিলার করোনা টিকা জাইকভ ডি-এর ডোজ তিন থেকে কমিয়ে দুই করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডঃ অরোরা। ইতিমধ্যে শিশুদের জন্য জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন কেন্দ্রের ছাড়পত্র পেয়ে গিয়েছে।