নদীয়ার পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister)। শোকপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধানকড়ও (Jagdip Dhankar)। মৃতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে বলেন, "নদীয়ার পথ দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত হয়েছি। মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করছি। আহতরাও যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, সেই কামনা করি। তাঁদের এই খারাপ সময় তাড়াতাড়ি কেটে যাক।" আরও একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "এই দুর্দিনে পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার।"
এদিন টুইট করে শোকপ্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধানকড়ও। মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশাল মিডিয়ায় ট্যাগ করে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি। রাজ্য সরকারকে পথ নিরাপত্তার প্রচারেও জোর দেওয়ার কথা বললেন রাজ্যপাল।
নদীয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শ্মশানে দাহ করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।