রুবিন ডায়াজ এবং বের্নার্ডো সিলভার দুরন্ত গোলে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ২-১ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি (Manchester City)।
এই জয়ের ফলে লিগ টেবিলের দু'নম্বরে উঠে এল সিটি। ১৪ ম্যাচে সিটির পয়েন্ট ৩২। শীর্ষে থাকা চেলসির (Chelsea) থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি। ১৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অ্যাস্টন ভিলা।
ISL: ডার্বিজয়ের পরেই ৫ গোলে লজ্জার হার এটিকে মোহনবাগানের
গোটা প্রথমার্ধ দাপিয়ে খেলেছে ম্যানচেস্টার সিটি। বল পজেশন অনেক বেশি ছিল নীল ম্যানচেস্টারের। ২৭ মিনিটে প্রথম গোল পায় তারা। ৪৩ মিনিটে বাড়ে ব্যবধান। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে অ্যাস্টন ভিলা।