'হরিপদ হরিবল'-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছে ‘প্রাগ ফিল্মস অ্যান্ড সিনেমিডিয়া’ । ছবির নাম ‘মৃত্যুর রং ধূসর’ । এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবি । ৭ নভেম্বর এই ছবির নাম ঘোষণা করা হয়েছে । ছবির পরিচালনায় বিক্রম আদিত্য অর্জুন । মূল চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী(Chiranjeet Chakraborty) । আরেকটা চমক হল, ছবিতে অভিনয় করছেন একজন পরিচালকও । তিনি কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleswar Mukherjee) ।
ছবির চিত্রনাট্যে রয়েছে খুনের রহস্য উদ্ঘাটন । দেখা যাবে, শহরে বেশ কয়েকজন অল্প বয়সি ছেলেমেয়ে খুন হচ্ছে প্রায়ই । কিন্তু, কোনওভাবে খুনির নাগাল পাচ্ছে না পুলিশ । খুনের কিনারায় লালবাজারের বিশেষ দলকে নিয়োগ করা হয় । লালবাজারের এই তদন্তকারী দলের প্রধানের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ । কিন্তু, শেষ পর্যন্ত কি খুনি ধরা পড়বে ? এই সব নিয়ে বড় পর্দায় আসছে 'মৃত্যুর রঙ ধূসর' ।
Mandaar Trailer: শেক্সপিয়রের রচনা নিয়ে হইচই-তে অনির্বাণ, মুক্তি পেল মন্দার-এর ট্রেলার
চিরঞ্জিত, কমলেশ্বর ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রণজয় বিষ্ণু, ঐন্দ্রিলা বসু, কিঞ্জল নন্দর মতো একঝাঁক তরুণ । নভেম্বরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হতে পারে । আগামী বছরই মুক্তি পেতে পারে ছবিটি ।