আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (DC)। ১২ ম্যাচে ৯টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে ভালো খেলেও হারতে হয়েছে চেন্নাইকে। সোমবার দিল্লি ক্যাপিটালস ম্যাচে জয়ই লক্ষ্য ধোনিব্রিগেডের।
ভালো ফর্মে আছে দিল্লি ক্যাপিটালস। আবেশ খানের ধারাবাহিক পারফরম্যান্স বেশ ভালো। আবেশ ও অক্ষর প্যাটেলের ধারালো বোলিং অ্যাটাক প্রতিপক্ষকে চাপে রাখছে। মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১২৯ রানে আটকে দিয়েছিল দিল্লি। ব্যাটিং নিয়ে চিন্তা আছে শিবিরে। রান পাচ্ছেন না স্টিভ স্মিথ ও পৃথ্বী শ। শ্রেয়স আয়ারই এখন ভরসা টিমের।
এবার আইপিএলের প্রথম পর্যায়ে চেন্নাইকে সাত উইকেটে হারিয়েছিল দিল্লি। ভালো ফর্মে আছেন ওপেনার রিতুরাজ। গত ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। সহজে প্লে-অফে যাওয়ার জন্য শেষ দুটো ম্যাচই জিততে চায় চেন্নাই সুপার কিংস।