ওয়াটফোর্ডের(Watford) কাছে কঠিন লড়াইয়ের পর ২-১ গোলে জয় পেয়ে প্রিমিয়ার লিগের(Premier League) শীর্ষে রইল চেলসি(Chelsea)। যদিও ম্যাচের শুরুতেই ঘটে ছন্দপতন। এক দর্শক হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে প্রথমার্ধে প্রায় ৩২ মিনিট বন্ধ থাকে খেলা।
ম্যাসন মাউন্ট(Mason Mount) ২৯ মিনিটের মাথায় চেলসির(Chelsea) হয়ে প্রথম গোলটি করেন। ম্যাচের ৪৩ মিনিটে ওয়াটফোর্ডের(Watford) হয়ে গোল শোধ করেন ইমানুয়েল ডেনিস(Emmanuel Dennis)।
ম্যাচের ৭২ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টের(Mason Mount) পাস থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত(Substitute) হিসেবে মাঠে নামা হাকিম জিয়েচ(Hakim Ziyech)।
আরও পড়ুন- EPL: ইপিএলে নীল ঝড়, অ্যাস্টন ভিলাকে হারিয়ে দু'নম্বরে উঠে এল সিটি
চেলসির(Chelsea) ম্যানেজার থমাস টুচেল(Thomas Tuchel) বলেছেন, তিনি যথেষ্ট ভাগ্যবান যে তাঁর দুর্বল টিম তিন পয়েন্ট নিয়ে আসতে পেরেছে।