আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভাকেন্দ্রে উপনির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে বিধানসভাকেন্দ্রের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনেও পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত ছিল। ফলে তালিকা অনুযায়ী বিভিন্ন ‘স্পর্শকাতর' এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী রূটমার্চ চালায় রবিবার। তবে এই রুটমার্চ আপাতত ভোটের আগের দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে।
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর এত সংখ্যক জওয়ান দেখে ভরসা পাচ্ছেন ভোটাররাও। এই নিরাপত্তা থাকলে তাঁরাও নিশ্চিন্তে ভোট দিতে পারবেন বলেই জানালেন ভোটাররা।
রবিবার বাবলা, গোবিন্দপুর, সরদারপাড়া, বিবেকানন্দ নগর, পূর্বপাড়া সহ বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই টহলদারি।