মালদা-মুর্শিদাবাদে কেন্দ্রীয় ত্রাণের টাকায় দুর্নীতির অভিযোগে CAG-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata Highcourt)। কেন্দ্রের নজরদারিতে তদন্ত করবে CAG। রিপোর্ট পেশ করতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে।
২০১৭ সালে মালদা-মুর্শিদাবাদ জেলায় বন্যা হয়। সেই বন্যায় পরিবার পিছু ৭০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে। একই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অনেকবার টাকা ঢুকেছে বলে অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত সব পরিবার সেই টাকা পাননি বলেও অভিযোগ আছে।
এই ঘটনা নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতেই CAG-কে তদন্তের নির্দেশ দিল আদালত। কেন্দ্র এই তদন্তের নজরদারি করবে বলে নির্দেশ আদালতের।