করোনার (Coronavirus) পরে ফের ক্রিকেট ফিরছে ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যানে (Eden Gardens)। কিন্তু মহামারীর দাপটে বদল আনা হচ্ছে বহু দশকের পুরনো একটি রীতিতে।
প্রতি বার ম্যাচের আগে যে রকম মূল প্রবেশপথ দিয়ে ঢুকে ক্রিকেটাররা (India v NZ) সাজঘরে চলে যান, এ বার সে রকম দেখা যাবে না। এর প্রধান কারণ, ক্রিকেটাররা জৈবদুর্গে বা বায়ো বাবলে রয়েছেন। বিভিন্ন নিয়ম তাঁদের মানতে হচ্ছে। যে হেতু ম্যাচের দিন মূল প্রবেশপথের সামনে ইচ্ছুক সমর্থকদের ভিড় থাকে, তাই সেই জায়গা দিয়ে ক্রিকেটারদের প্রবেশ করানো ঝুঁকির হয়ে যাবে।
১৭ নম্বর গেটের পাশে একটি অস্থায়ী গেট তৈরি করা হয়েছে। সেখান থেকে ইডেনে প্রবেশ করে ক্রিকেটাররা সরাসরি ড্রেসিংরুমে চলে যাবেন। সেটিকে ‘অতি নিরাপত্তা’যুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, ওই প্রবেশপথের ধারেকাছে সাধারণ মানুষকে যেতে দেওয়া হবে না। এর আগে কখনও এমন হয়নি।