Ranveer-Deepika IPL team: আইপিএলে টিম কিনছেন রণবীর-দীপিকা? তুঙ্গে উঠেছে জল্পনা

Updated : Oct 22, 2021 22:05
|
Editorji News Desk

আইপিএলের (IPL) নতুন টিম কেনার জন্য লম্বা লাইন দাঁড়িয়ে নামী-দামিরা। তাবড় বানিজ্যিক সংস্থাগুলো ছিলই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এ বার ঢুকে পড়ল বলিউডও। বিশ্বের অন্যতম সেরা লিগের টিম কেনার জন্য এগিয়ে এলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)।

আইপিএলে বলিউড যোগ নতুন নয়। কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান ও জুহি চাওলার টিম। পঞ্জাব কিংস আবার প্রাতি জিন্টার। সেই তালিকায় জুড়ে যেতে চলেছেন দীপিকা-রণবীর। যদিও এই খবরে অবাক হওয়ার কিছু নেই। কারণ, দীপিকা খেলার পরিবারেই বড় হয়েছেন। বাবা প্রকাশ পাডুকোন ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার। তাঁর মেয়ে খেলার দুনিয়া সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

দীপিকা-রণবীর আইপিএলের টিম কিনবেন কিনা, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই এ নিয়ে টুইটারে নানা কথাও বলছেন। যে দলে রয়েছে নাইটদের প্রাক্তন ক্যাপ্টেন দীনেশ কার্তিকও। টুইটারে তিনি মজা করে লিখেছেন, ‘ওরা যে টিম কিনবে, সেই টিমের জার্সি নির্ঘাত আকর্ষণীয় হবে।’

আগামী আইপিএল থেকে ১০টা টিমের টুর্নামেন্ট হবে। দুটো টিমের জন্য ইতিমধ্যেই দরপত্র তোলা শুরু করে দিয়েছে নানা সংস্থা। এতদিন আদানি গ্রুপ, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা সহ দেশ বিদেশের নানা সংস্থা এ নিয়ে আগ্রাহ প্রকাশ করেছে। যে কারণে দরপত্র জমা দেওয়ার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

অর্থের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় লিগগুলোর সঙ্গে ইতিমধ্যেই প্রতিযোগিতা চলছে আইপিএলের। ভারতের অর্থনীতিও এর উপর দাঁড়িয়ে অনেকটাই। নতুন দুটো টিম সেই অর্থের পরিমাণ আরও বাড়াবে, তা নিয়ে কোনও সংশয় নেই।

 

Deepika PadukoneIPLRanveer Singh

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও