রাষ্ট্রপতি শাসনে বাংলায় বিধানসভা নির্বাচন চাইল বিজেপি

Updated : Aug 30, 2020 22:10
|
Editorji News Desk

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি করে ২০২১ সালের বিধানসভা নির্বাচন করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। রাজ্য প্রশাসনে একদল দুর্নীতিগ্রস্ত এবং দলদাস আমলা বসে রয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা। উত্তরবঙ্গ সফরে গিয়ে কৈলাশ জানান, ইতিমধ্যেই তাঁরা রাষ্ট্রপতির দারস্থ হয়ে তাঁকে বাংলার পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট চাওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, তৃণমূল আমলে রাজ্যে ১০০০ কারখানা বন্ধ হয়েছে। শিল্পায়ন নিয়ে রাজ্য সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলেও জানিয়েছেন বিজয়বর্গীয়।

Recommended For You