তথাগত রায়ের (Tathagata Ray) টুইট নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য বিজেপিকে কটাক্ষ করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "কতদিন আর লজ্জা পাবেন! দল ছেড়ে দিন।" দিল্লি যাওয়ার আগে তথাগত রায়কে পাল্টা আক্রমণ করেন তিনি।
কেন্দ্রীয় কার্যকরণী বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পর দিলীপ ঘোষের টুইট নিয়ে কটাক্ষ করেন তথাগত রায়। সেই নিয়েই পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
রূপা গঙ্গোপাধ্য়ায়ের ব্যক্তিগত অভিমত, কুরুচিকর পোস্ট নিয়ে জানালেন শমীক
দিলীপ ঘোষ বলেন, "ঠিক আছে কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যারা দলের জন্য কিছুই করেননি। যাদের দল সবচেয়ে বেশি দিয়েছে, তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমাদের দুর্ভাগ্য এটা। "
রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajeeb Banerjee) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। গণ্ডগোলের সূত্রপাত সেই থেকেই। দলবদল করা নেতাদের দালাল বলেছিলেন দিলীপ ঘোষ। তথাগত রায় সেই নিয়েও কটাক্ষ করেন রাজ্য বিজেপি নেতৃত্বকে। দিলীপ ঘোষের কন্যাশ্রী লেখা পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকা নিয়েও তীব্র আক্রমণ করেন তথাগত রায়।