মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের। নিমতৌড়ির কাছে তাঁর গাড়িতে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হল এই পুর প্রতিনিধির। তাঁর স্বামী এবং সন্তান গুরুতর আহত। তাঁদের চিকিৎসা চলছে।
হেঁড়িয়ার এমএড কলেজ থেকে সার্টিফিকেট নিতে গিয়েছিলেন তিস্তা। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কলকাতার তৃণমূলের দুর্গ হিসাবে পরিচিত ৮৬ নম্বর ওয়ার্ডে জিতে চমকে দিয়েছিলেন তিনি।
তিস্তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। বিজেপি নেতাদের পাশাপাশি শোকপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের পুর প্রতিনিধিরা।